Wednesday, December 25, 2024
Homeশিক্ষাঙ্গনপাট বিষয়ক উন্নত গবেষণার লক্ষ্যে ঢাবিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পাট বিষয়ক উন্নত গবেষণার লক্ষ্যে ঢাবিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নবদূত রিপোর্ট:

পাট বিষয়ক উন্নত গবেষণার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং জনতা জুট মিলস লিমিটেড-এর মধ্যে আজ ২৩ মার্চ এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়ারুল করীর এবং
জনতা জুট মিলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান এবং অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারক অনুযায়ী, জনতা জুট মিলস লিমিটেড কর্তৃপক্ষ পাট বিষয়ক উন্নত গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগকে আর্থিক সহযোগিতা প্রদান করবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য জনতা জুট মিলস লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং জাতি অনেক উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES

Most Popular