Thursday, December 26, 2024
Homeসারাদেশনিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লালমনিরহাটে জাপার মানববন্ধন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লালমনিরহাটে জাপার মানববন্ধন

নবদূত রিপোর্টঃ

চাল,ডাল,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।

বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাপা লালমনিরহাট জেলা শাখার সদস্য আসাদুল আশিকিন রতন, হারাটি ইউনিয়ন শাখার আহবায়ক রফিকুল ইসলাম রফিক, লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব আলমগীর চৌধুরী, জাতীয় ছাত্র সমাজ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক জাকিরুল ইসলাম, জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সদস্য সচিব রুহুল আমিন দুদু প্রমুখ।

এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রতন, জাতীয় শ্রমিক পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি আছির উদ্দিনসহ শতাধিক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা,চাল,ডাল,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি প্রতিবাদ করে বক্তব্য রাখেন। তাছাড়া সরকারের নানা সমালোচনা করে দ্রুত সকল ধরনের পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করার আহবান জানান। এসময় সরকার দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে আনতে না পারলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।

RELATED ARTICLES

Most Popular