Thursday, January 23, 2025
Homeখেলাআসন্ন টেস্ট সিরিজে খেলবেন না টাইগার পেসার তাসকিন আহমেদ

আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না টাইগার পেসার তাসকিন আহমেদ

খেলা ডেস্কঃ

টেস্টে না খেলে তাসকিন উন্নত চিকিৎসার জন্য যাবেন ইংল্যান্ডে। চোটের কারণে তাকে ছাড়াই লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। আসন্ন টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন না টাইগার পেসার তাসকিন আহমেদ।


জানা যায়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানসহ যারা ইনজুরি প্রবণ তাদের নিয়ে বিকল্প চিন্তা-ভাবনা করছে বোর্ড। ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধানের মতে, ইনজুরি প্রবণদের নিয়ে এখন থেকে বেশি সতর্ক থাকবে বোর্ড।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামী মাসের ৮ তারিখ থেকে বাংলাদেশের ক্যাম্প শুরু হবে। যা ৯ তারিখ থেকে পুরোদমে চলবে। এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বোর্ড।

আজ রোববার গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

RELATED ARTICLES

Most Popular