Wednesday, January 22, 2025
Homeআবহাওয়াগরমের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

গরমের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

আবহাওয়া ডেস্কঃ

গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া মানুষকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে তীব্র গরমের কারণে।

আবহাওয়া অধিদফতর চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১ ডিগ্রি সেলসিয়াস, যা দেশেরও সর্বোচ্চ।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। সূর্যের প্রখর তাপে অসহায় মানুষ। সোমবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রা একই থাকবে।

গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস।

RELATED ARTICLES

Most Popular