Wednesday, January 22, 2025
Homeসারাদেশরামপালে বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল স্মৃতি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

রামপালে বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল স্মৃতি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নবদূত রিপোর্টঃ

বাগেরহাটের রামপালে বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুজলিল স্মৃতি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে রামপালে অবস্থিত গাজী আব্দুল জলিল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল স্মৃতি স্মারক গ্রন্থের মোড়ক আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেন। বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল পাবলিক লাইব্রেরীর সভাপতি অতিন্দ্রনাথ হালদার দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক অধ্যাক্ষ মোঃ মজনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নুরী, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা পরিষদ সদস্য অশিত বরন কুন্ডু, অধ্যাপক আকবার আলী, অধ্যাপক শাহনেওয়াজ শেখ, বিষ্ণুপদ বাগচী সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আরাফাত হোসেন কচি, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাদী প্রমূখ।

এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল পাবলিক লাইব্রেরীর সম্প্রসারিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেন।

RELATED ARTICLES

Most Popular