Friday, January 24, 2025
Homeবাণিজ্যপাইকারি ও মিল মালিকদের যোগসাজশেই অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার

পাইকারি ও মিল মালিকদের যোগসাজশেই অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার

বানিজ্য ডেস্কঃ

প্রায় ২ সপ্তাহ অস্থিতিশীল থাকার পর ২ দিন ধরে শান্ত চালের বাজার। এমনটাই দাবি করে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, এখনো বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে। তবে চাল সরবরাহে মিল-মোকাম আর কোম্পানিগুলো এখন ইতিবাচক।

বাড়তি দামে বিক্রি হলেও খুচরা-পাইকারি বিক্রেতারা বলছেন, সরকারি তৎপরতা বাড়ালে বাজার দরও কমবে।


অন্যদিকে অভিযানে নেমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বলছে, পাইকারি ও মিল মালিকদের যোগসাজশেই অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার।


চালের বাজারের ঊর্ধ্বগতি থামার বিষয়ে একজন চাল ব্যবসায়ী বলেন, চালের বাজারে যে অস্থির অবস্থা ছিল, এখন তা নেই। ২-৩ দিন ধরে মোটামুটি স্থির অবস্থায় রয়েছে।

RELATED ARTICLES

Most Popular