Friday, January 24, 2025
Homeস্বাস্থ্যতুর্কি নাগরিকের মাঙ্কিপক্স পরীক্ষার ফল নেগেটিভ

তুর্কি নাগরিকের মাঙ্কিপক্স পরীক্ষার ফল নেগেটিভ

স্বাস্থ্য ডেস্কঃ


তুর্কি নাগরিক আকসি আলতে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স আক্রান্ত বলে সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা সেই তুর্কি নাগরিকের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।


আজ শুক্রবার দুপুরে সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular