Friday, December 27, 2024
Homeসারাদেশসিলেটে বন্যা পরিস্থিতিতে উদ্ধার অভিযানে কাজ করছে সেনাবাহিনী

সিলেটে বন্যা পরিস্থিতিতে উদ্ধার অভিযানে কাজ করছে সেনাবাহিনী

সারাদেশঃ

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ৫ টি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে জেলা দুটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানা যায়, সিলেট জেলায় যে উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে সেগুলো হলো- সিলেট সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ।

অপরদিকে সুনামগঞ্জ জেলার যে উপজেলাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে সেগুলো হলো- সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ও ছাতক। 

এছাড়া সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা এবং সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular