শিক্ষা ডেস্কঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের একাংশের কয়েকজন কর্মী কর্তৃক ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
মঙ্গলবার (২১ জুন) দুপুর ২টায় উপাচার্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে প্রক্টরিয়াল বডিকে এ নির্দেশ দেন তিনি।
এ সময় তিনি বলেন, ছাত্রলীগ-সাংবাদিক উভয়েই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। হলে অবস্থানরত একজন আবাসিক শিক্ষার্থী আরেকজনের সাথে এ ধরনের আচরণ করা শিক্ষার্থীসুলভ নয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রক্টরিয়াল বডিকে নির্দেশ দিয়েছি।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সাংবাদিক এবং ছাত্রলীগ উভয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি আশা করি তারা একে অপরের সাথে শিক্ষার্থীসুলভ আচরণ করবে।