Thursday, December 26, 2024
Homeসারাদেশচার বছর পলাতক যশোরের মিঠু হত্যা মামলার আসামী গ্রেফতার

চার বছর পলাতক যশোরের মিঠু হত্যা মামলার আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, যশোর :

দীর্ঘ ০৪ বছর যাবৎ পলাতক মনিরামপুরের মিঠু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব ফোর্সেস। গত ২৩ জুন ২০২২তারিখ ১৪.০৫ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার মনিরামপুর থানার মামলা নং-২২ তারিখ- ১৩/০৩/২০০৮ ইং, জিআর নং-৬৫/০৮, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, এসসি নং ৩২৯/১০ মূলে দীর্ঘ ০৪ বছর যাবৎ পলাতক মনিরামপুরের মিঠু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ১। হাছেন আলী @ আলী হাসান, পিতা- আনার সরদার, সাং- রাজাপুর কাহার পাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’ যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন জামদিয়া এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আভিযানিক দলটি একই তারিখ সময় ১৪.২০ ঘটিকায় উপরোক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী হাছেন আলী আলী হাসান’কে গ্রেফতার করেছে।

পরবর্তীতে আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular