গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৪টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (gstadmission.ac.bd) এই ফল প্রকাশিত হয়।
বিষয়টি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য ও সমন্বিত ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, এবার গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞান অনুষদে মোট আবেদন পড়েছে ১ লাখ ৬১ হাজার ৭৬৭টি। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী।
তিনি বলেন, এই ইউনিটে পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫০ পেয়েছেন দুই জন। তারা হলেন, সুমাইয়া রহমান ও সুমাইয়া বিনতে মাসুদ।
তিনি আরও বলেন, পরীক্ষায় ৮০ নম্বরের ওপরে পেয়েছেন ৫০ জন। ৭০ নম্বরের ওপরে পেয়েছেন ১ হাজার ৬২১ জন ও ৬০ নম্বরের ওপরে পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন।