Monday, December 2, 2024
Homeসারাদেশকুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে নারী,পুরুষ এবং শিশুসহ নিহত ৩

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে নারী,পুরুষ এবং শিশুসহ নিহত ৩

কুষ্টিয়ায় দিনদুপুরে প্রকাশ্যে নারী, পুরুষ ও শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

আজ রোববার বেলা ১১টার দিকে শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্হিত হয়ে গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জরুরি বিভাগের চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। অস্ত্রোপচারকক্ষে গুলিবিদ্ধ পুরুষ ও শিশুর মৃত্যু হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক (কুষ্টিয়া)

 

RELATED ARTICLES

Most Popular