Friday, November 15, 2024
Homeশিক্ষাঙ্গনজাবিতে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা সাংবাদিকদের

জাবিতে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা সাংবাদিকদের

সাংবাদিক নির্যাতনের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।

এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি বেলাল হোসেন চার দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হচ্ছে- আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিচার, দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল প্রশাসনের পদত্যাগ, নিরপেক্ষ আচরণ না করায় তদন্ত কমিটির গাফিলতি খতিয়ে দেখা ও আবাসিক হলের নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে নেওয়া।

দাবিগুলো না মানলে আগামী রোববার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন তিনি।

RELATED ARTICLES

Most Popular