সাংবাদিক নির্যাতনের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।
এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি বেলাল হোসেন চার দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হচ্ছে- আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিচার, দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল প্রশাসনের পদত্যাগ, নিরপেক্ষ আচরণ না করায় তদন্ত কমিটির গাফিলতি খতিয়ে দেখা ও আবাসিক হলের নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে নেওয়া।
দাবিগুলো না মানলে আগামী রোববার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন তিনি।