Saturday, December 28, 2024
Homeশিক্ষাঙ্গনমানসম্মত শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস ও দুর্নীতিমুক্ত কর্মসংস্থানের দাবি

মানসম্মত শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস ও দুর্নীতিমুক্ত কর্মসংস্থানের দাবি

সবার জন্য মানসম্মত শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস ও দুর্নীতিমুক্ত কর্মসংস্থানের দাবিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বরিশালে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের শিক্ষা দিবস পালন করেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে টায়নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাবেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি হাছিব আহমেদ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, বরিশাল
বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির।
এই আহ্বানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু ও সদস্য নজরুল ইসলাম খান।

RELATED ARTICLES

Most Popular