বিলাল মাহিনী, যশোর :
যশোর জেলার অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চলের শংকরপাশা টু আমতলা সড়কের শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী পূর্বপাড়ায় লেবুগাতী ব্রিজের কাজ চলমান থাকায় একমাত্র বিকল্প কাঠের ব্রিজ ভেঙ্গে হাজার হাজার মানুষের একমাত্র চলাচলের রাস্তা এখন বন্ধ।
২২ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বিকালে সরেজমিনে গেলে দেখা যায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন লোক কাজের সাইডে নেই। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জিনিসপত্র। দেখে মনেহচ্ছে কাজবন্ধ।
পথচারিরা এসে পারাপারের একমাত্র কাঠের ব্রিজ ভাঙ্গা দেখে হতাশ। স্থানীয় লেবুগাতী বাজারের মুদি ব্যবসায়ী মিল্টন শেখ জানিয়েছেন, বৃহষ্পতিবার সকাল ৮ টায় খড়রিয়া গ্রামের টুটুল শিকদার পেশায় একজন ইজিবাইক চালক। সে তার মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় হঠাৎ কাঠের ব্রিজটি ভেঙ্গে খালের মধ্য পড়ে যায়। আশংকা জনক অবস্থায় স্থানীয়রা তাৎক্ষনিক গাড়ীচালক ও তার মা সাহানা বেগম (৪৫) কে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় স্থানীয় লেবুগাতী গ্রামের যুব সমাজ।
প্রতক্ষ্য দর্শী মাহাবুবুর রহমান জানিয়েছেন নিন্মমানের কাঠ দিয়ে কৃত্তিম ব্রিজ তৈরি করায় সামান্য ভারেই ভেঙ্গে গেছে কাঠের ব্রিজটি তাতে আহত হয়েছে দুজন ভেঙ্গেগেছে তাদের এক মাত্র আয়ের বাহক ইজিবাইক টি।
জানাগেছে যশোর জেলার অভয়নগর উপজেলাধীন যশোর খুলনা আর এইচডি ভাঙ্গাগেট (বাদামতলা)-আমতলা জিনি ভায়া মরিচা, নাউলি বাজার সডকে ১৪০৫১ মিটার চেইনেজে ৬০:০৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ টি ৬০২৮৫০৭৩.৬৫৫ টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যাদেশ অনুযায়ী ১২-০১-২০২২ তারিখে শুরুহয়ে ০৬-০৭-২০২৩ তারিখে শেষ হওয়ার কথা। নিয়মানুযায়ী কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেন মোজাহার এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিঃ এন্ড শামীম চাকলাদার (জেভি)। হাজি হানিফ কমপ্লেক্স (২য় তলা) ১২-১৩, খানজাহান আলী রোড, খুলনা।
এ বিষয়ে অভয়নগর উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফী জানিয়েছেন, তিনি নিজেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে কঠোর ভাবে তাগিদ প্রদান করেছেন। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ধীরগতি কারনে এ অঞ্চলের হাজার হাজার মানুষের গলার কাটা এখন লেবুগাতী ব্রীজের চলমান কাজ। প্রশাসনের উর্দ্ধতন কর্তাব্যক্তিদের কাছে সচেতন মহল দাবী করেছেন, যেনো ব্রিজের কাজটি দ্রুত সামাধান করে সাধারন মানুষের দু:খ লাঘব করতে পদক্ষপে নেন তারা।