Wednesday, December 25, 2024
Homeসারাদেশযশোরে সড়ক দুর্ঘটনায় ৩ কলেজ ছাত্র নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় ৩ কলেজ ছাত্র নিহত

বিলাল মাহিনী, যশোর :

যশোরের বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন কলেজ ছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদরের এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও একই গ্রামের আলমীগর হোসেনের ছেলে সালমান হোসেন।

মোটরসাইকেল আরোহী
নিহত সালমানের চাচা রনি হোসেন জানান, ছুটির দিনে আমার ভাইপোরা বন্ধুদের সাথে ঘুরতে যায়। গতকাল তারা ২টি মোটরসাইকেলে ৪জন ঝিকরগাছার গদখালিসহ বিভিন্ন এলাকায় ঘূরে বেড়ায়। রাত ৯টার দিকে ফেরার পথে নতুনহাট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি তাদের মোটরসাইকেল টেনে হিচড়ে বেশ কিছুদূর নিয়ে যায়। ঘটণাস্থালে ৩ জনের মুত্য হয়েছে।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম ৩ জন কলেজ ছাত্র নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular