Monday, January 27, 2025
Homeখেলাবাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

উক্ত খেলায় অংশগ্রহণ করেন ৩টি টিম। ৩ টিমের মধ্যে ২টিম ব্লু টিম ও গ্রীন টিম ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। ৯০ মিনিটের খোলায় ব্লু টিম ও গ্রীন টিম ২-২ ব্যাবধানে খেলা শেষ করে। রেফারি আব্দুল আজিজের নির্দেশনায় খেলা ট্রাইবেকার এ গড়ায়। অবশেষে ২ – ১ ব্যাবধানে ব্লু টিম বিজয়ী হয়।

অনলাইনে উপস্থিত হয়ে খেলা উদ্বোধন করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি ইঞ্জিঃ মো: কবীর হোসেন।

উক্ত খেলায় সার্বিক সহযোগিতা ও ম্যানেজমেন্ট এর দায়িত্বে ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবির খান ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক এফ এইচ ফোরকান ও কাতার শাখার সিরাজুল ইসলাম। এছাড়া খেলা দেখতে অংশ নেন প্রবাসী বাংলাদেশী। খেলায় বিজয়ী দলকে ও পরাজিত দলকে ট্রফি প্রদান করা হয়।

এসো এক হই অধিকারের কথা কই
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

RELATED ARTICLES

Most Popular