Wednesday, December 25, 2024
Homeশিক্ষাঙ্গনফারদিন হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

ফারদিন হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার কয়েকজন সহপাঠী।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে বুয়েটের শহীদ মিনারের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থীরা, ‘ক্যাম্পাস নিরাপদ, কিন্ত রাষ্ট্র?’, ‘হাউ টু সারভাইভ ইন দিজ কান্ট্রি?’, ‘নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই’, ‘সুষ্ঠু তদন্ত ও বিচারের নিশ্চয়তা চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়ান।

ফারদিনের এক সহপাঠী মানববন্ধনে বলেন, রাজধানীর মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী তিনদিন নিখোঁজ ছিল।জিডি করার পরও কেন তার ট্রেস পাওয়া যায়নি, এই বিষয়টা ক্ষুব্ধ হওয়ার জন্য যথেষ্ট। দেশে এভাবে কেন মানুষ মারা যাবে? এটা কেন হবে, ওই জায়গা থেকে আমার একটা প্রতিবাদ করার জায়গা আছে।

মানববন্ধনে বুয়েটের আরেক শিক্ষার্থী বলেন, প্রশ্ন হতে পারে, আমরা পুলিশের উপর শতভাগ বিশ্বাস রাখতে পারছি না? আমরা এটা বলার জন্য ওয়েল ইকুয়েপ্ট না। আমরা তদন্তের উপর আস্থা রাখছি। আমরা আশা করি, পুলিশ হয়তো আমাদের নিরাশ করবে না। এই আশাটা ছাড়া আমাদের করার কিছু নাই।

RELATED ARTICLES

Most Popular