Friday, September 20, 2024
Homeসারাদেশআবু ত্ব-হা'র সন্ধানের দাবীতে নওগাঁয় মানববন্ধন

আবু ত্ব-হা’র সন্ধানের দাবীতে নওগাঁয় মানববন্ধন

ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানের দাবিতে বৃহস্পতিবার (১৭জুন) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সামনে নওগাঁর যুব সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান তরুণদের অপসংস্কৃতির অন্ধকার জগত থেকে সরিয়ে আনার জন্য কুরআন হাদিস থেকে যৌক্তিক আলোচনা করতেন।তার আলোচনা যুবসমাজকে ইসলামের পথে চলতে অনুপ্রাণিত করতো।একটা রাষ্ট্র তখনই বিপদের সম্মুখীন হয় যখন রাষ্ট্রের আলেমরা অনিরাপদে ভোগে,এবং যখন আলেমদের কদর করা হয়না।আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান কখনও দেশবিরোধী কোনো বক্তব্য প্রদান করেননি।তাকে ও তার তিন সঙ্গীকে কে বা কারা নিয়ে গেল তার কোনো খোঁজ নেই।

সুতরাং আমরা চাই অতিসত্বর আদনান এবং তার তিন সফরসঙ্গীর সন্ধান প্রশাসন জাতির সামনে উপস্থাপন করবে।

সৈয়ব আহমেদ সিয়াম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাকিব খান, সাদ হক, মোতাসিন বিল্লাহ রিফাত, রিহান, তানজীম, তানভীর ও হাসিবুলসহ প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular