Monday, December 23, 2024
Homeসারাদেশযশোরে ছাত্র মুজাহিদ নিখোঁজ : হতাশ পরিবার!

যশোরে ছাত্র মুজাহিদ নিখোঁজ : হতাশ পরিবার!

যশোরে ষষ্ঠ শ্রেণির ছাত্র মুজাহিদ নিখোঁজ : হতাশ পরিবার!
বিলাল মাহিনী, যশোর :

যশোর সদর উপজেলার মো. শুকুর আলীর পুত্র
মো. মোজাহিদ শেখ, বারান্দি মোল্লাপাড়া কবরস্থান এলাকা থেকে হারিয়ে গেছে।

সে আইডিয়াল স্কুল,(বাশ তলা মাসজিদের সামনে) এর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার উচ্চতা সাড়ে চার ফুট, গায়ের রঙ কালো, হালকা-পাতলা গড়নের, মুখোমন্ডল লম্বাকৃতি, মাথার চুল ছোট ও কালো, ট্রাউজার ও আকাশী রঙের শার্ট পরিহিতাবস্থায় ২৬ জুলাই ২০২৩ ইং তারিখে আনুমানিক বিকাল পাঁচটা থেকে নিখোঁজ। কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান, তাহলে নিম্নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সদর উপজেলার কোতয়ালি মডেল থানায় জিডি নম্বর ২০৮৯, তারিখ : ২৬ জুলাই ২০২৩।
যোগাযোগ : ০১৭৩৫২৮৩৪৭২/০১৯৫০১৪৫৫৭২
উপরোক্ত বিষয়টি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো।

বিলাল মাহিনী, যশোর।

RELATED ARTICLES

Most Popular