Friday, November 15, 2024
Homeপ্রযুক্তিমোবাইল ফোন: নিবন্ধন করতে হবে সব হ্যান্ডসেট, যেসব তথ্য জানা জরুরি

মোবাইল ফোন: নিবন্ধন করতে হবে সব হ্যান্ডসেট, যেসব তথ্য জানা জরুরি

বিটিআরসি জানিয়েছে, ১ জুলাইয়ের পর থেকে নতুন কেনা কিংবা বিদেশ থেকে আনা সব মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন করতে হবে।

বিবিসি এক বিস্তারিত প্রতিবেদনে জানায়, এই সময়ে যেসব হ্যান্ডসেট কর ফাঁকি দিয়ে অবৈধ উপায় আসবে, তার কোনটিই নিবন্ধিত হবে না। তবে ৩০ জুন পর্যন্ত দেশের নেটওয়ার্কে ব্যবহৃত বৈধ-অবৈধ সব সেটই নিবন্ধিত হয়ে যাবে।

বিটিআরসির মহাপরিচালক শামসুল আলম বলেছেন তারা প্রাথমিকভাবে শুধুমাত্র সেট বৈধ না অবৈধ সেটা চিহ্নিত করবেন। বৈধ সেটের তথ্য ডাটাবেজে তুলবেন।

এর তিন মাস পর অবৈধ সেটগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নীতিমালায় কি আছে?

১ জুলাই থেকে মূলত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিফিকেশন রেজিস্ট্রার (এনইআইআর) প্রযুক্তি সক্রিয় হতে যাচ্ছে। যেখানে বাংলাদেশের নেটওয়ার্কে থাকা সচল সব মোবাইল সেটের তথ্য নিবন্ধন করা হবে।

ওই ডেটাবেইসে মূলত হ্যান্ডসেটের IMEI নম্বর, যে সিম চালু করা হবে তার নম্বর (MSISDN), সিমের সঙ্গে দেওয়া গ্রাহকদের বায়োমেট্রিক পরিচিতি সব তথ্য সিঙ্ক্রোনাইজ করা হবে।

এরই মধ্যে দেশে ব্যবহৃত বৈধ-অবৈধ মিলে মোট ১৫ কোটি মোবাইল ফোন সেট নিবন্ধিত হয়েছে বলে জানা গেছে। তবে ১ জুলাইয়ের পর শুধু বৈধ উপায়ে আমদানি করা সেট নিবন্ধন পাবে। তাই কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটি বৈধ কিনা যাচাই করে নেওয়া খুব জরুরি বলে জানিয়েছেন বিটিআরসির মহাপরিচালক শামসুল আলম।

RELATED ARTICLES

Most Popular