Monday, January 27, 2025
Homeঅপরাধধর্ষকের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ধর্ষকের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী গ্ৰামে আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন বাচ্চুর নির্দেশনা ও সহযোগিতায় চার সন্তানের জননী এক গৃহবধূকে (৪৮) ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন আয়োজন করা হয়।
রবিবার (২৭ জুন) দুপুর ১২ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা কার্যালয় সংলগ্ন এলাকায় উক্ত প্রতিবাদী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।


এই সময় বক্তারা বলেন এই সরকারের আমলে দিন দিন ক্ষমতাসীন নেতাকর্মীদের দ্বারা সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন বেড়েই চলেছে। পাকুন্দিয়ার ঘটনাটিও তাদের বর্বরতার একটি জলন্ত প্রমাণ।বক্তারা আসামিকে দ্রুততর সময়ের মধ্যে গ্ৰেফতার করার জন্য পাকুন্দিয়া উপজেলার অফিসার ইনচার্জ সারোয়ার জাহানকে ধন্যবাদ জানিয়ে এই ধর্ষকদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহ্বান করেন।


এই সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অভী চৌধুরী ও কিশোরগঞ্জ জেলার যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

Most Popular