Saturday, September 21, 2024
Homeপ্রশাসন৩১শে জুলাই পর্যন্ত সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলো

৩১শে জুলাই পর্যন্ত সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলো

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসায় ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে।

মহামারির অবনতিশীল পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি ‘অবান্তর’ বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি৷ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে নানা কর্মসূচি দেখা গেলেও দীপু মনি আজ সংসদে বলেন, অভিভাবকদের কাছ থেকে ভিন্ন বার্তা পাচ্ছেন তিনি৷

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ ৩০শে জুন শেষ হবার কথা ছিল। এখন এ ছুটির মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১শে জুলাই পর্যন্ত করা হয়েছে। 

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সারাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হবার পর ২০২০ সালে ১৭ই মার্চ থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

RELATED ARTICLES

Most Popular