Wednesday, January 29, 2025
Homeবিনোদনশুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ: তাপসী পান্নু

শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ: তাপসী পান্নু

বিনোদন ডেস্ক:

বলিউড নায়িকা তাপসী পান্নুর বিয়ের খবর নিয়ে তুমুল হইচই চলছে। খুব শিগগিরই তাপসী বিয়ে করতে চলেছেন এমন গুঞ্জন রটেছে। বিয়ের জন্য বেশ কোমর বেঁধে নেমে পড়েছেন তাপসী। শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ! এমন মন্তব্য করতেও শোনা যায়।

ভারতের স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে তাপসী পান্নু জানিয়েছেন, ‘আমি একটু অদ্ভুত প্রকৃতির। বহু প্রেম করেছি। সমস্যাটা হলো, যাকেই ভালোবাসি, তার সঙ্গেই বিয়ে করার প্ল্যান করে ফেলি। আমার মনে হয়, শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ! এ ব্যাপারে আমার একটা নীতি আছে, যা আমি প্রেমিককে স্পষ্টই বলে দিয়েছি। যদি মা-বাবা প্রেমিককে পছন্দ না করে তাহলে বিয়ে বাতিল! এ ব্যাপারে মা-বাবার পছন্দকেই অগ্রাধিকার দেব।’

খবর ছড়িয়েছে সাবেক ব্যাডমিন্টন কোচ ম্যাথু বোয়ের সঙ্গেই সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাপসী। মোটামুটি সব ঠিকঠাক চললে নাকি ম্যাথুর গলাতেই মালা দেবেন তিনি। তবে আপাতত তাপসী শুধু মন দিতে চান সিনেমাতেই।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাপসীর ‘হাসিন দিলরুবা’। হাতে রয়েছে ক্রিকেটার মিথালি রাজের বায়োপিক। সব মিলিয়ে এখন দারুণ ব্যস্ত রয়েছেন তাপসী পান্নু।

RELATED ARTICLES

Most Popular