নবদূত রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাস্ক ও চাল বিতরণ করেছেন ডাকসু ও ছাত্রলীগের সাবেক জিএস গোলাম রাব্বানী।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় ঢাবির টিএসসিতে তিনি এ কর্মসূচি পালন করেন। তবে এ সময় স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। সামাজিক দুরুত্ব না মানার পাশাপাশি দু’য়েক জন ছাড়া কারো মুখে মাস্কও দেখা যায়নি। বিতরণকালে গোলাম রাব্বানীর দিকে তাদের হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এভাবে স্বাস্থ্যবিধি না মেনে কিছু দান করার চেয়ে না করা ভালো। করোনা পরিস্থিতি ভালো মা কোথায় সতর্ক করবে বরং এভাবেই তিনি বিতরণ করে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, তিনি (গোলাম রাব্বানী) ছাত্রলীগ ও ডাকসুর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি যদি এমন কর্মকান্ড করেন, বাকিরা কি শিখবে। দান করা উত্তম কাজ তবে করোনায় এভাবে দান না করা আরো উত্তম।
তবে এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি রাব্বানীর।