Sunday, September 15, 2024
Homeবিনোদনপরীমনি কাণ্ডে চয়নিকা চৌধুরী আটক

পরীমনি কাণ্ডে চয়নিকা চৌধুরী আটক

নবদূত রিপোর্ট:

পরিমনির কথিত মা চলচিত্র পরিচালক চয়নিকা চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) ৭টার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়

আটকের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরীমনি ও তাকে মুখোমুখি করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর ডিবির যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ গণমাধ্যমকে চয়নিকা চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরীমনি ও রাজের মামলা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আমরা যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারি।’

RELATED ARTICLES

Most Popular