Thursday, September 19, 2024
Homeবিনোদনপরীমণির সদস্যপদ স্থগিত করল চলচ্চিত্র শিল্পী সমিতি

পরীমণির সদস্যপদ স্থগিত করল চলচ্চিত্র শিল্পী সমিতি

নবদূত রিপোর্ট:

চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তটি জানান সমিতির নেতারা।

চলচ্চিত্রের শিল্পী ও তাদের এই সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে পরীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘পরীমণির ঘটনাটি আমাদের শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। পরীর বিষয়টির মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমণির সদস্যপদ স্থগিত করলাম। আজ কেবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সব সদস্যের মতামত নেওয়া হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল। এছাড়া কার্যকরী কমিটির অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর এবং আলীরাজও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular