Saturday, December 14, 2024
Homeস্বাস্থ্যকরোনায় গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে

করোনায় গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৩৯৮ জন।

একই সময়ে করোনা আক্রান্ত ১০ হাজার ৪২০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।

এ নিয়ে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

গতকাল করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগেও, গত ৫ আগস্ট রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, ৭ আগস্ট ২৬১ জনের মৃত্যু হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular