Monday, December 23, 2024
Homeশিক্ষাঙ্গনঅধ্যাপক আসিফ নজরুলের বিভাগীয় কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ

অধ্যাপক আসিফ নজরুলের বিভাগীয় কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আসিফ নজরুলের বিভাগীয় কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগ।

আজ বুধবার (১৮ আগস্ট)দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কক্ষে তালা দেন বলে জানান ঘটনার সময় উপস্হিত প্রত্যক্ষদর্শীরা।এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা অধ্যাপক আসিফ নজরুলের কক্ষের দরজা ও দেয়ালে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত পোস্টারও লাগিয়ে দেয়।

উল্লেখ্য,অধ্যাপক ড.আসিফ নজরুল তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে’।মূলত এই বক্তব্যকে কেন্দ্র করে তার ঢাবি বিভাগীয় কক্ষে ছাত্রলীগ তালা ঝুলিয়ে দেয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

RELATED ARTICLES

Most Popular