Tuesday, December 24, 2024
Homeবিনোদনপরীমনির মুক্তির দাবিতে শাহবাগে সমাবেশ কাল

পরীমনির মুক্তির দাবিতে শাহবাগে সমাবেশ কাল

নবদূত রিপোর্ট:

পরীমণির মুক্তির দাবিতে শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’।

শনিবার (২১ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ‘বিক্ষুব্ধ নাগরিকজন’-এর আহ্বায়ক রবিন আহসান।

তিনি জানান, ২১ আগস্ট বিকাল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ গ্রেনেড হামলার প্রোগ্রাম থাকায় আমরা তা পিছিয়ে আগামীকাল (২২ আগস্ট) বিকেল চারটায় শাহবাগে এই প্রোগ্রামটি করব।

তিনি আরও বলেন, ‘আমরা পরীমণির সুবিচার চাই। আমরা মনে করছি, যা হচ্ছে তাতে তিনি সুবিচার পাচ্ছেন না। শুধু একজন পরীমণির জন্য এই প্রতিবাদ করছি না। বাংলাদেশের পুরো নারী সমাজের জন্য এই সমাবেশ।’

এর আগে গত ১৪ আগস্ট একই ইস্যুতে জাতীয় প্রেসক্লাবের সামনেও মানববন্ধন করে ক্ষোভ জানান তারা। এতে অংশ নেন ট্রেড ইউনিয়ন নেতা, মানবাধিকারকর্মী, লেখক, প্রকাশক, সাংস্কৃতিককর্মীসহ নাগরিক সমাজের অনেকেই।

RELATED ARTICLES

Most Popular