Saturday, December 28, 2024
Homeসারাদেশযশোরের বেনাপোলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি :

যশোরের বেনাপোল রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, রাতে কে বা কারা তাকে হত্যা করে ফেলে গেছে। যুবকের পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। পেট থেকে নাড়িভূড়ি বের হয়ে আছে। তার পকেটে ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত কয়েন পাওয়া গেছে।

পিবিআই-এর একটি টিম লাশ শনাক্তে ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান ও বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেলস্টেশন সংলগ্ন ভবেরবেড় এলাকার লোকজন জানায়, এই এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল বিক্রি হয়। দূর-দূরান্ত থেকে মাদক সেবন করতে এখানে আসে যুবক ও ছাত্ররাও।
অজ্ঞাত যুবক এখানে মাদক সেবন করতে এসে কোনো কারণে এসব মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে হত্যার শিকার হতে পারে বলে ধারণা তাদের।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, নিহত ওই যুবকের কাছে ইয়াবা সেবনের কয়েন ও মাস্ক পাওয়া গেছে।
পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই তবিবুর রহমান বলেন, লাশ শনাক্তে তদন্ত করছি; ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular