নবদূত রিপোর্টঃ
সাড়ে চার মাস পর বিধিনিষেধ কাটিয়ে বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু হয়েছে। এয়ার বাবল চুক্তির আওতায় দীর্ঘ সময় পর আকাশপথে বাংলাদেশে-ভারত বিমানের যাত্রা শুরু হল। প্রতি সপ্তাহে কলকাতা, দিল্লি ও চেন্নাইতে যাবে ৭টি ফ্লাইট। এর আগে করোনা ভাইরাসের বিস্তার রোধে ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।
৫ সেপ্টেম্বর(রোববার) সকাল ১০টা ৩০মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ই্উ এস বাংলার প্রথম ফ্লাইট। পরে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুই দেশের মধ্যে সপ্তাহে ৭ টি ফ্লাইট যাতায়াত করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতা গন্তব্যে সপ্তাহে দুটি, দিল্লি গন্তব্যে দুটি, ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চেন্নাই গন্তব্যে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
তাছাড়া ভারত থেকে আসা যাত্রীরা বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। আসার পর তাঁদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।