Friday, September 20, 2024
Homeজাতীয়এসএমএস ছাড়াই টিকা নিতে পারবেন প্রসূতিরা

এসএমএস ছাড়াই টিকা নিতে পারবেন প্রসূতিরা

নবদূত রিপোর্ট:

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান টিকা কার্যক্রমে নতুন করে যুক্ত হচ্ছেন প্রসূতি মায়েরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে প্রসূতি মায়েদের টিকার ক্ষেত্রে, কোনো এসএমএস লাগবে না। নিবন্ধনের পর সুবিধাজনক যেকোনো সময়ই টিকাকেন্দ্রে গিয়ে তিনি টিকা নিতে পারবেন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, গর্ভবতী মায়েদের টিকা গ্রহণের ক্ষেত্রে আমাদের যে আগের নিয়ম ছিল সিটি কিছুটা পরিবর্তন করে নতুন করে নির্দেশনা দেয়া হয়েছে। এখন থেকে টিকার নিবন্ধনের পরই একজন গর্ভবতী নারী এসএমএস না পেলেও সে তার পছন্দমতো সময়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।

শামসুল হক বলেন, গর্ভবতী মায়েরা টিকা গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ কার্ড নিয়ে যেতে হবে। এমনকি টিকাকেন্দ্রে গিয়ে সম্মতি পত্রের স্বাক্ষর করে তিনি টিকা নিতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular