Saturday, September 21, 2024
Homeপ্রযুক্তিটু-ফ্যাক্টর অথেনটিকেশন জনপ্রিয় ফিচার

টু-ফ্যাক্টর অথেনটিকেশন জনপ্রিয় ফিচার

নবদূত প্রযুক্তি রিপোর্টঃ


ফেসবুক নিরাপত্তায় টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার বেশ জনপ্রিয়। ফিচারটি অ্যাকটিভ থাকলে যে কোন অপরিচিত ব্রাউজার থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগ-ইন করলে মোবাইলে বা ই-মেইলে কোড চলে আসবে। সেই কোড ছাড়া অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব হয় না।

হ্যাকারদের উপদ্রব থেকে ব্যবহারকারীদের বাঁচানোর জন্য টু-ফ্যাক্টর ভেরিফিকেশন সিস্টেম চালু করে ফেসবুক। আজ আপনাকে জানাবো ফেসবুকে কীভাবে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন অ্যাকটিভ করতে হয়। মোবাইলে যেভাবে করবেন-

১. শুরুতেই ডিভাইসে ফেসবুক অ্যাপ খুলুন।

২. মোবাইল স্ক্রিনের থ্রি-হরাইজন্টাল ডটস মেনু আইকনের উপরের দিকে ডান পাশে সিলেক্ট করুন

৩. এবার নিচে গিয়ে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ক্লিক করে ‘সেটিংস’ সিলেক্ট করুন

৪. সিলেক্ট করুন ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’

৫. ‘ইউজ টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সিলেক্ট করুন

৬. ‘সিলেক্ট আ সিকিউরিটি মেথড’-এর নিচে ‘টেক্সট মেসেজ (এসএমএস)’ সিলেক্ট করুন

৭. ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর দিয়ে সিলেক্ট করুন ‘কন্টিনিউ’

৮. ছয় অঙ্কের একটি কোড আপনার মোবাইল ফোন নম্বরে পাঠানো হলে সেটি টেক্সট বক্সে লিখুন এবং তারপর ‘কন্টিনিউ’ সিলেক্ট করুন

৯. এভাবেই আপনার মোবাইল ফোনে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু হয়ে যাবে

ব্রাউজারে যেভাবে করবেন-

১. ‘সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংসে’ যান

২. স্ক্রল করে নিচে নেমে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সিলেক্ট করে সেটাপ করুন

৩. সিকিউরিটি মেথড বাছাই করুন এবং কম্পিউটারের স্ক্রিনের নির্দেশনা মোতাবেক ভেরিফিকেশন করুন ফেসবুক অ্যাকাউন্ট।

ফেসবুক নিরাপত্তায় টু-ফ্যাক্টর অথেনটিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

RELATED ARTICLES

Most Popular