Friday, December 27, 2024
Homeসারাদেশবিলীন হয়ে গেছে প্রায় সাড়ে ৭০০ মিটার এলাকা

বিলীন হয়ে গেছে প্রায় সাড়ে ৭০০ মিটার এলাকা

নবদূত রিপোর্টঃ

ভোলার রাজাপুরে প্রবল স্রোতে বিলীন হয়ে গেছে প্রায় সাড়ে ৭০০ মিটার এলাকা। বালুভর্তি জিও টিউব ফেলেও ভাঙন ঠেকাতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। মেঘনা নদীর তীব্র স্রোতে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা।

প্রচণ্ড স্রোতের আঘাতে ধসে যাচ্ছে নদীপাড়। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোড়খাল থেকে চর মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দেয়।

দুই সপ্তাহ ধরে চলা ভাঙন তাণ্ডবে নদীগর্ভে বিলীন হয়েছে জোড়খাল ও চর মোহাম্মদ আলী গ্রামের প্রায় সাড়ে ৭০০ মিটার এলাকা। ভিটেবাড়ির পাশাপাশি ফসলি জমি, বাগান হারিয়ে অনেকেই নিঃস্ব। অনেকে ঘরবাড়ি সরিয়ে নিলেও গাছপালা তলিয়ে যাচ্ছে মুহূর্তেই। ঝুঁকির মুখে রয়েছে তিনটি স্কুলসহ বহু বসতবাড়ি।

ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জোড়াখালে দুশো মিটার ও চর মোহাম্মদ আলীতে ২৮০ মিটার এলাকায় বালু ভর্তি জিও টিউব ফেলেছে। তাতে ভাঙন কিছুটা কমলেও পার্শ্ববর্তী এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। তবে কিছুদিন ধরে জিও টিউব ফেলার কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। ঢাকা থেকে জিও টিউব ঢাকা থেকে আসলেই পুনরায় কাজ শুরু হবে বলে জানা যায়।

RELATED ARTICLES

Most Popular