Friday, December 27, 2024
Homeশিক্ষাজাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকছে না ইনকোর্স পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকছে না ইনকোর্স পরীক্ষা

শিক্ষা ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০-২১ সেশন থেকে ইনকোর্স পরীক্ষা আর থাকছে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন বিভাগের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাসেমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ইনকোর্স পরীক্ষাগ্রহণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিবর্তে অর্ধপত্রের জন্য ৫০ নম্বরের এবং পূর্ণপত্রের জন্য ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

বিষয়টি ২০২০ সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০৫তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular