Thursday, September 19, 2024
Homeস্বাস্থ্যডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে জানা যায়, গেল ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। এসময় আরও ৩৪৩ জন নতুনকরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৩৪ জনে। 

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত শনাক্তদের মধ্যে ঢাকার ২৮৬ জন এবং ঢাকার বাইরে ৫৭ জন রয়েছেন। 

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২৮১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৩৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪৮ জন।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এগার হাজার ১০১ জন রোগী। 

RELATED ARTICLES

Most Popular