নবদূত রিপোর্টঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছোটন দেবনাথের বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষিকাকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত শিক্ষক ওই বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত। নির্যাতিত শিক্ষিকাও একই বিভাগের প্রভাষক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছোটন দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন।
নির্যাতনের শিকার শিক্ষিকার লিখিত অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত শুরু করেছে। তদন্তের প্রথম দিনে গতকাল বুধবার দুপুরে শিক্ষিকার শুনানি করেছে যৌন নিপীড়ন প্রতিরোধ সেল কমিটি। ওই সেলের প্রধান মোসা. তাসলিমা খাতুন গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ীই সব কাজ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ জানুয়ারি রাতে ছোটন দেবনাথের বাসায় ডেকে ওই শিক্ষিকাকে যৌন নির্যাতন করা হয়। ঘটনার পর ছোটন দেবনাথ কর্তৃক বিভিন্ন সময় ভুক্তভোগী নারী শিক্ষককে হুমকি দেয়া ও হয়রানীর অভিযোগও পাওয়া গেছে।