Thursday, September 19, 2024
Homeশিক্ষাঙ্গনইউজিসি এবং উপাচার্যদের সঙ্গে বৈঠক শীঘ্রই

ইউজিসি এবং উপাচার্যদের সঙ্গে বৈঠক শীঘ্রই

নবদূত রিপোর্টঃ

শিক্ষাসচিব মাহবুব হোসেন জানান, বিশ্ববিদ্যালয় খুলে দিতে ইউজিসি এবং উপাচার্যদের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার বিকেলে সচিবালয়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

আজ সোমবার খুলেছে মেডিক্যাল কলেজ, ডেন্টাল ও নার্সিং সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিতে কাজ করে যাচ্ছে সরকার।

মহামারির প্রকোপে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষাজীবন নিয়ে হতাশায় ভূগছে শত শত শিক্ষার্থী। তবে স্কুল-কলেজ খুলে দেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আশার আলো জেগেছে।

তারা আশা করছেন সরকার দ্রুত সময়ের মধ্যে এখন বিশ্ববিদ্যালয়ও খুলে দিবেন। যদিও বলা হয়েছে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আগে সব শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনা হবে।

RELATED ARTICLES

Most Popular