Friday, November 15, 2024
Homeস্বাস্থ্যসামনের মাসে আসতে পারে ভারতের ভ্যাকসিন

সামনের মাসে আসতে পারে ভারতের ভ্যাকসিন

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর একটি অনুষ্ঠানে জানান, ভারতের কাছে অ্যাস্ট্রাজেনেকার বাকি ভ্যাকসিন আগামী অক্টোবর মাসে আসতে পারে।

আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে ভারত কর্তৃক অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে একথা জানান তিনি। 

করোনা রোগীদের আনা নেয়ার জন্য বাংলাদেশকে ১০৯টি উন্নতমানের অ্যাম্বুলেন্স উপহার দেয় ভারত। যার মধ্যে প্রথম দফায় আসা ৪১টি অ্যাম্বুলেন্স স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। একইসাথে সেগুলো জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

সে-সময়, ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশকে সব ধরণের সাহায্য করছে ভারত। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন গ্রামের মানুষদের ভ্যাকসিন দেয়ার ওপর জোর দেয়া হচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular