Saturday, December 14, 2024
Homeস্বাস্থ্যঅনেক দেশে বুস্টার ডোজ প্রয়োগ শুরু হয়েছে

অনেক দেশে বুস্টার ডোজ প্রয়োগ শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

আন্তর্জাতিক বিজ্ঞানীরা একটি নতুন মেডিকেল জার্নালে জানিয়েছেন, সর্বসাধারণের জন্য বুস্টার ডোজ বা বাড়তি ডোজের কোনো প্রয়োজন নেই। এদিকে করোনা মহামারি ঠেকাতে বিশ্বের অনেক দেশেই টিকার বুস্টার ডোজ প্রয়োগ করা শুরু হয়েছে।

দ্য লানসেটে প্রকাশিত ওই প্রতিবেদনে ডেল্টা ধরনের ভয়াবহতা তুলে ধরে জানানো হয়েছে, এই মহামারিকালে বুস্টার ডোজ সাধারণ মানুষের জন্য উপযুক্ত নয়।

বিজ্ঞানীরা বলেছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ক্লিনিকাল ও মহামারি রোগ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে। বুস্টার ডোজের প্রয়োজন ও এটি নেওয়ার সময় নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

তারা বলছেন, বুস্টার নেওয়ার প্রকৃত কারণ শনাক্ত করতে হবে। কারণ করোনা ও এর ধরনের তীব্র লক্ষণ না থাকলে টিকা তেমন কার্যকর হয় না।

যুক্তরাষ্ট্র সরকার ভিন্ন নীতিতে হাঁটছে। তারা টিকার আওতায় আসা অনেক নাগরিকদের বাড়তি ডোজ দেওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রকরাও বুস্টার ডোজ প্রয়োগে সায় দিচ্ছেন।

RELATED ARTICLES

Most Popular