নবদূত রিপোর্টঃ
যশোরের অন্যতম শিল্প ও বন্দর নগরী অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মাদরাসা ইহইয়াউল উলুম আল-ইসলামিয়া’র শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
১৫ সেপ্টেম্বর বুধবার ফজর বাদ মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে উক্ত সবক উদ্বোধনী ক্লাস শুরু হয়।
দারুল উলুম দেওবন্দের কওমি নেসাবে পরিচালিত এই মাদরাসার সবক ইফতিতাহ (উদ্বোধনী ক্লাস) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া বাজার জামে মসজিদের খতিব ও উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাও. গোলাম মওলা দা.বা.। শ্রেণি কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা ইমাম পরিষদের সন্মানিত সভাপতি মুফতি মাও. আনওয়ারুল করিম দা.বা.।
মুফতি মাও. শহিদুল ইসলাম কাসেমী’র সঞ্চালনায় সবক উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র মাদরাসার মুহতামিম মাও. মুফতি মাসুম বিল্লাহ দা.বা.,
মুফতি মাও. ইসমাইল হোসেন রহমানী, ডা. খান আলী আহমাদসহ মাদরাসার মজলিশে শুরা, মজলিসে ইমদাদি ও মজলিসে তালিমির সদস্যবৃন্দ প্রমুখ।
বিলাল মাহিনী/কেএস