Sunday, September 15, 2024
Homeশিক্ষাঙ্গনচাঁদে জমি কেনার দাবি বাংলাদেশের দুই শিক্ষার্থীর

চাঁদে জমি কেনার দাবি বাংলাদেশের দুই শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক:

চাঁদে জমি কেনার দাবি করেছেন বাংলাদেশের দুই শিক্ষার্থীদ। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন ও সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্র এস এম শাহিন আলম।

তাদের দাবি, চাঁদের জমি বিক্রি করা মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে এক একর জমি কিনেছেন মাত্র ৫৫ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৫ হাজার) দিয়ে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সেই জমির দলিলও পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় চাঁদে জমি কেনার এই খবর। জমির দলিলের পাশাপাশি চাঁদে নাগরিকত্বও পেয়েছেন বলে জানান এই দুই তরুণ।

চাঁদের জমির দলিলের প্রথম পাতাতেই দেয়া আছে একটি সার্টিফিকেট, যাতে লেখা- চাঁদের ‘সি অব ক্লাউড’ নামের অংশে একখণ্ড জমির মালিক হিসেবে আন্তর্জাতিক লুনার ল্যান্ড রেজিস্ট্রির নথিভুক্ত হয়েছেন শাহিন আলম ও শাকিল হোসেন। এর পরের দুই পাতায় জমি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং চাঁদের মানচিত্রে সেই কথিত জমির ছবি দেয়া আছে। আরেকটি পাতায়, শাহিন ও শাকিলকে চাঁদের নাগরিকত্বের ‘স্বীকৃতি’ দেয়া হয়েছে। কল্পিত সেই রাষ্ট্রের নাম ‘লুনার রিপাবলিক’।

এ বিষয়ে জানতে চাইলে শাহিন আলম বলেন, চাঁদে আমাদের জমি থাকবে, এমন শখ থেকেই খোঁজখবর নিতে শুরু করি। খোঁজার পর দেখলাম লুনার অ্যাম্বেসি নামের একটি ওয়েবসাইট আছে, যেখানে চাঁদ-মঙ্গলগ্রহের জমি বিক্রি হয়। দেখলাম চাঁদে জমির দাম একদম কম, একর প্রতি ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ২ হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা।

শাহিন আরও জানায়, কোন ধরনের জমি কিনব, তার ওপর ওঠানামা করে দাম। এরপর আমরা ৫৫ ডলারে (সাম্প্রতিক বিনিময় মূল্য হিসেবে প্রায় ৪ হাজার ৭০০ টাকা) চাঁদে এক একর জমির অর্ডার দিলাম। দু’দিন আগে অর্ডার দিয়েছি। মালয়েশিয়া থাকা পরিচিত একজনের কার্ডের মাধ্যমে পে করেছি। আজ (বুধবার) আমাদের কাছে মেইল আসে ওই প্রতিষ্ঠান থেকে। তারা চাঁদে আমাদের কেনা জমির দলিল পাঠিয়েছে। চাঁদের গায়ে জমি চিহ্নিত করে ছবিও দিয়েছে। পরবর্তীতেও হার্ডকপিও পাঠাবে তারা।

ঢাবি শিক্ষার্থী শেখ শাকিল হোসেন বলেন, কল্পরাজ্যের চাঁদের দেশে এক টুকরো জমি কিনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট, এমনকি প্রতিবেশী দেশ ভারতের অনেক বলিউড তারকাও চাঁদে জমি কিনেছে। সেই তালিকায় প্রথম বাংলাদেশের নাম উঠলো। আমরাই প্রথম বাংলাদেশি যারা চাঁদে জমি কিনেছি। কল্পরাজ্যের চাঁদের দেশে এক টুকরো জমি কিনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত।

চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। যার বাংলা অর্থ ‘চন্দ্র দূতাবাস’। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম একর প্রতি ২৪.৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার৷ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১২৫ টাকা থেকে ৪২৪৩৭ টাকা।

জানা গেছে, জমি কেনার পর ক্রেতাকে একটি বিক্রয় চুক্তি, কেনা জমির একটি স্যাটালাইট ছবি এবং জমিটির ভৌগলিক অবস্থান, চাঁদে নাগরিত্বের সনদ ও মৌজা-পরচার মতো আইনি নথিও পাঠিয়ে থাকে কোম্পানিটি৷ এছাড়া, কেউ যদি আরো একটু ব্যয় করতে রাজি থাকে, তাহলে তাদের জন্য চাঁদের সম্পূর্ণ মানচিত্র এবং অন্যান্য তথ্যও সরবরাহ করা হয়।

RELATED ARTICLES

Most Popular