Saturday, November 9, 2024
Homeবাণিজ্যহোল্ড হওয়া নগদ অ্যাকাউন্টগুলো পুনরায় সচল করা হচ্ছে

হোল্ড হওয়া নগদ অ্যাকাউন্টগুলো পুনরায় সচল করা হচ্ছে

নবদূত রিপোর্টঃ

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে অস্বাভাবিক ও অসমাঞ্জস্যপূর্ণ লেনদেনের কারণে গ্রাহকের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য নগদের অত্যাধুনিক প্রযুক্তি বলে অ্যাকাউন্টের স্থিতি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এসব একাউন্ট আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে পুনরায় চালু হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে নগদ।

বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যে  সাড়ে ১২ হাজারের বেশি অ্যাকাউন্ট পুনরায় সচল করা হয়েছে।

কয়েক দফা যাচাই-বাছাই শেষে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ধাপে ধাপে অ্যাকাউন্টগুলো পুনরায় সচল করা হচ্ছে। নগদ বলছে, পুনরায় চালু হওয়া অ্যাকাউন্টগুলোতে আগের মতোই স্বাভাবিক নিয়মে সব ধরনের লেনদেন করতে পারছেন গ্রাহকরা। উপভোগ করতে পারবেন নগদ এর সব সেবাও।

তবে সিরাজগঞ্জ শপের একাউন্ট সচল করতে একটু ঝামেলা হচ্ছে। তবে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে গ্রাহকদের দেওয়া তথ্য মার্চেন্টের সঙ্গে ক্রস-ভ্যারিফিকেশনের মাধ্যমে বাকি অ্যাকাউন্টগুলোর পুনঃসচল করা হবে।

RELATED ARTICLES

Most Popular