Friday, September 13, 2024
Homeস্বাস্থ্যটিকার কার্যকারিতা কমায় বুস্টার ডোজের পরামর্শ দিচ্ছে মডার্না কতৃপক্ষ

টিকার কার্যকারিতা কমায় বুস্টার ডোজের পরামর্শ দিচ্ছে মডার্না কতৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ


মডানা কতৃপক্ষের এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মডার্না টিকার কার্যকারিতা ক্রমেই কমে আসছে। মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হোজ বিনিয়োগকারীদের সাথে এক কনফারেন্সে বলেন, বিষয়টি আমরা অনুমান করছি।

তবে আগামী শীত বা শরৎকালে যুক্তরাষ্ট্রে টিকার কার্যকারিতা কমে যাওয়ায় অতিরিক্ত ৬ লাখ মানুষের করোনা সংক্রমণ বেশি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্টিফেন হোজ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মডার্না কর্তৃপক্ষ। এ পরিস্থিতির সুরাহা হিসেবে বুস্টার ডোজের পরামর্শ দিচ্ছে মডার্না।

টিকার সুরক্ষা কমে যাওয়ায় কত সংখ্যক মানুষের গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে তা জানানো হয়নি। বুধবারের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মডার্না ভালো কাজ করছে। তবে এই টিকা নেয়ার ছয়মাস পর্যন্ত নিশ্চিত থাকা গেলেও একবছর বা তারও পরে কতটা সুরক্ষিত থাকা যাবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

RELATED ARTICLES

Most Popular