Thursday, January 23, 2025
Homeস্বাস্থ্যগত ২৪ ঘন্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৮

গত ২৪ ঘন্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৮

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশে করোনা সংক্রমণে সর্বশেষ ২৪ ঘণ্টায় আজও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬২ জন। নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ১০৯ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৮ শতাংশ।

১৬ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ১৫ সেপ্টেম্বরেও করোনায় মৃত্যু হয়েছিল ৫১ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত মোট করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ২০৩। মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১০৯ জনের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন।

RELATED ARTICLES

Most Popular