Saturday, November 9, 2024
Homeসারাদেশপদ্মার ভাঙন দেখা দেয় তালবাড়িয়া পয়েন্টে

পদ্মার ভাঙন দেখা দেয় তালবাড়িয়া পয়েন্টে

নবদূত রিপোর্টঃ


কুষ্টিয়ার মানুষ পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতঘর ও জমি। হুমকিতে রয়েছে সড়কসহ নানা স্থাপনা।

প্রতিবছরই প্রায় পদ্মার ভাঙন দেখা দেয় কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া পয়েন্টে। তবে এবারের ভয়াবহতা সবচেয়ে বেশি। গত ২০ বছরে তালবাড়িয়া-বহালছড়ি ইউনিয়নের ৬ গ্রামের প্রায় ৭ হাজার বসতভিটা নদীতে বিলীন হয়েছে। নতুন করে ভাঙন দেখা দেয়ায় প্রতিদিনই হারাচ্ছে নানা স্থাপনা। ঝুঁকিতে পড়েছে পাবনা-কুষ্টিয়া মহাসড়ক।

ভাঙন রোধের কার্যকর ব্যবস্থার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সম্মেলনে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন জানান, বাঁধ নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। এরপরই শুরু হবে কাজ।

RELATED ARTICLES

Most Popular