Sunday, February 23, 2025
Homeস্বাস্থ্যকরোনায় কমেছে শনাক্তের সংখ্যা, বেড়েছে মৃত্যু

করোনায় কমেছে শনাক্তের সংখ্যা, বেড়েছে মৃত্যু

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৭৬ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে।

একইসাথে, সারা দেশে মারা গেছেন আরও ৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩১৩ জনে।


আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ।

এর আগে মঙ্গলবার সারা দেশে মারা যান ২৬ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ১ হাজার ৫৬২ জনের দেহে।

RELATED ARTICLES

Most Popular