নবদূত রিপোর্টঃ
বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে সর্বস্ব লুটে নেয় ডাকাত দল। এমনি একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীসহ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এদের। জব্দ করা হয় অত্যাধুনিক অস্ত্র, গুলি ও নগদ টাকা।
৫০ রাউন্ড গুলি ও দুটি বিদেশি হাইগ্রেডের রিভলবার। অবৈধ এসব গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হতো ডাকাতি ও ছিনতাইয়ের কাজে বলে জানান ডিবি।
ঢাকা, পটুয়াখালী ও যশোরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে এসব অস্ত্র। এর সঙ্গে জড়িত সন্দেহে তিন ডাকাতকে ধরা হয়েছে।
চলতি বছরের ২৯ আগস্ট ডাকাত দলটি রাজধানীর মৌচাক ফ্লাইওভারে এক ব্যবসায়ীর ৬০ লাখ টাকা ছিনিয়ে নেয়। আতংক সৃষ্টির জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলিও করে তারা। ৩৪ সেপ্টেম্বর আরেক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় মতিঝিল থেকে।
গোয়েন্দারা বলছেন, প্রযুক্তিতে দক্ষ চক্রটি রাজধানীর কোন কোন এলাকায় সিসি ক্যামেরা আছে তা জানে। ডাকাতির সময় ওইসব এলাকা এড়িয়ে চলে তারা।