নবদূত রিপোর্টঃ
র্যাব ৬, যশোর এর অভিযানে মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে।
অভিযানে যশোরের অভয়নগর উপজেলার মাদক ব্যবসায়ী ইকবাল বিহারী (৪০) র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৬) যশোর এর একটি চৌকশ টিম অভয়নগরের ধানহাট আড়ৎপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একশ’ লিটার চোলাইমদ, একটি মোবাইল ও সীম উদ্ধার করা হয়।
আটক ইকবাল বিহারী অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের ষ্টেশনবাজার সংলগ্ন কলোনীপাড়ার মৃত- রাজু বিহারীর ছেলে।
উদ্ধারকৃত মাদকসহ মাদক ব্যবসায়ী ইকবালকে অভয়নগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।
র্যাব-৬ যশোর এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম নিশ্চিত করেছেন।
এলাকার সাধারণ মানুষের দাবি এভাবে অভিযান চলতে থাকলে অতি দ্রুত অভয়নগর উপজেলা মাদক মুক্ত করা সম্ভব। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধারাবাহিক অভিযান যেন অব্যাহত থাকে।
বিলাল মাহিনী
যশোর